রাঙ্গুনিয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো ৩ অবৈধ ইটভাটা, জরিমানা দুই লাখ

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় বিআরবি, এমবিবি ও পিআরবি নামে তিনটি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে ইটভাটা তিনটির চিমনিসহ কিলন ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয় এবং একটিকে দুই লাখ টাকার অর্থদন্ড দেয়া হয়৷

সোমবার (২৪ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার পোমরা ইউনিয়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধন আইন ২০১৯) ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর কতিপয় ধারা লঙ্ঘন করায় এই অভিযান চালিয়ে দন্ড প্রদান করা হয়। অভিযানে উপজেলার পোমরা বেতবুনিয়া সীমানার মেসার্স বার আউলিয়া ব্রিকস (বিআরবি) এবং একই এলাকার মেসার্স মাইজভান্ডারি ব্রিকস (এমবিবি) ইটভাটার চিমনিসহ কিলন ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া উত্তর পোমরা এলাকায় মেসার্স পোমরা রাঙ্গুনিয়া ব্রিকস ম্যানু (পিআরবি) ইটভাটায় অভিযান চালিয়ে চিমনিসহ কিলন ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয় এবং পাহাড় কাটার দায়ে ইটভাটার ম্যানেজার আনোয়ার হোসেনকে দুই লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন র‍্যাব-৭ চট্টগ্রাম, রাঙ্গুনিয়া থানার পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙ্গুনিয়া স্টেশনের সদস্যবৃন্দ। পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top