রাঙ্গুনিয়ায় গাড়ি চোর চক্রের ৩ গ্রেপ্তার, সিএনজি উদ্ধার

রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ায় গাড়ি চোর চক্রের সাথে জড়িত তিন ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের স্বীকারোক্তি অনুযায়ী একটি চুরি হওয়া এএনজি চালিত অটোরিক্সা আনোয়ারা উপজেলা থেকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-রাউজান বাগায়ান ইউনিয়নের সিদ্দিক আহমদের ছেলে আবুল হাসেম (৩৮), রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ২নং ওয়ার্ড ছাদিক্কের বিল কুতুবনগর এলাকার ফজল কাদেরের ছেলে জাফর ইকবাল (২৫) এবং একই এলাকার আবদুল মান্নানের ছেলে আরফাত ওরপে রাব্বি (২০)।

আজ রবিবার(৭ জুলাই) তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে জানিয়েছে পুলিশ।

রাঙ্গুনিয়া থানা জানায়, উপজেলার ইসলামপুর ইউনিয়নের দুবাই প্রবসী মো. আজিমের মালিকানাধীন একটি সিএনজি চালিত অটোরিক্সা চুরি হয়। এই ঘটনায় তার ভাবি আরজু আক্তার বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় মামলা করেন। পরে শুক্রবার (৫ জুলাই) সকালে অভিযান চালিয়ে পুলিশ আবুল হাসেম, জাফর ইকবাল এবং রাব্বিকে গ্রেফতার করে। পরে তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী একইদিন দুপুর থেকে গভীর রাত পর্যন্ত আনোয়ারা উপজেলার চাতুরি, টানেল মোড়সহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। একপর্যায়ে এদিন রাত ১টার দিকে টানেল মোড়ের সামনে রাজু মার্কেটের কাসেম মিস্ত্রির সিএনজি গ্যারেজের সামনে থেকে চুরি হওয়া সিএনজি অটোরিক্সাটি উদ্ধার করেন।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি চন্দন কুমার চক্রবর্তি জানান, গ্রেপ্তারকৃতরা গাড়ি চোরচক্রের অন্যতম সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন। তাদের জেল হাজতে প্রেরণ করা হবে। আদালতে তাদেন ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হবে। পুরো চক্রটিকে ধরতে তাদের বিরুদ্ধে রিমান্ড চাওয়া হবে। চক্রটিকে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

চাটগাঁ নিউজ/এসআইএস

 

Scroll to Top