রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় গরু জবাই করে চামড়া ও নাড়িভুঁড়ি ফেলে মাংস নিয়ে গেছে চোরচক্র। উপজেলার পদুয়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড পূর্ব খুরুশিয়া মাইজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আজ সোমবার (৬ অক্টোবর) সকালে এই ঘটনায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার।
ওই এলাকার সাইর আহমদ বাড়ির ভুক্তভোগী মোহাম্মদ বাবর জানান, রোববার রাতে ঘুমানোর আগে গোয়াল ঘরে গিয়ে দেখেন সব ঠিকঠাক আছে। সোমবার ভোরে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে যান। এ সময় দেখেন তার গরুটি গোয়াল ঘরে নেই। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারেন, বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে খালের পাড়ে গরুর চামড়া ও ভুঁড়ি পড়ে আছে। সেখানে গিয়ে চামড়ার রং ও রশি দেখে গরুটি তার বলে নিশ্চিত হন। তিনি আরও জানান, গরুটির বাজার মূল্য প্রায় ১ লাখ টাকা।
ধারণা করা হচ্ছে, স্থানীয় মাংস বিক্রেতাদের সঙ্গে চোরচক্রের আঁতাত রয়েছে। জীবন্ত গরু নিয়ে ধরা পড়ার ভয়ে জবাই করে বস্তা ভরে মাংস নিয়ে কসাইদের কাছে বিক্রি করেছে তারা।
এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোর শনাক্তের চেষ্টা চলছে।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন/এসএ