রাঙ্গুনিয়ায় গরু চুরি করে পালানোর সময় গরুসহ ২ চোর আটক

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের নারিশ্চা গ্রাম থেকে পিকআপযোগে চারটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিলো দুইজন চোর। তাদেরকে পিকআপভর্তি গরুসহ ধরে পুলিশে দিয়েছে সাধারণ জনতা।

রোববার (২৬ অক্টোবর) নারিশ্চা মগবান্দের ব্রিজ সংলগ্ন নতুনপাড়ামুখী তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. শাওন (৩৫) ও মো. মানিক (৩০)। এসময় অজ্ঞাতনামা আরও তিনজন পালিয়ে যায়।

জানা যায়, নারিশ্চা গ্রামের বাসিন্দা জনৈক আবদুল আজিজ এর মালিকানাধীন দুটি গরু এবং তার ভাই হুমায়ন কবিরের দুটি গরুসহ মোট চারটি গরু রাত আড়াইটা থেকে সাড়ে ৩টার মধ্যের কোন একসময় চুরি হয়। বিষয়টি টের পেয়ে গরুর মালিক স্থানীয় জনতার সহায়তায় তাদের ধাওয়া করে ধরে ফেলেন। পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, এই ৪টি গরুর আনুমানিক বাজারমূল্য সাড়ে ৩ লাখ ৩০ হাজার টাকা। তাদের চোরাইকাজে ব্যবহৃত ১টি পিকআপ গাড়ি জব্দ করা হয়। এই ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয় এবং তাদের আদালতে প্রেরণ করা হয় বলে জানান তিনি।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top