রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শামসুল আলম (৫৫) নামে এক খেজুর গাছিকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) বিকেলে নিহতের মেয়ের জামাই মো. সেলিম বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় মামলাটি করেন।
মামলায় রাঙ্গুনিয়া উপজেলার পশ্চিম সরফভাটা ৪ নম্বর ওয়ার্ডের কাইন্দেরকূল এলাকার বাসিন্দা ছালেহ আহমদের ছেলে মো. মোজাম্মেলকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। অভিযুক্ত মোজাম্মেল বর্তমানে পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত শামসুল আলম সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মীরেরখীল গ্রামের ইছু মিয়ার ছেলে।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে খেজুর গাছে হাড়ি বসাতে যান শামসুল আলম। এ সময় পাশের জমিতে খেজুর গাছের ডালপালা পড়াকে কেন্দ্র করে জমির বর্গাচাষি মো. মোজাম্মেলের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মোজাম্মেল ধারালো অস্ত্র দিয়ে শামসুল আলমের মাথায় আঘাত করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় শামসুল আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১০ জানুয়ারি) সকালে তিনি মারা যান।
এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন






