রাঙ্গুনিয়ায় খালে ডুবে এক ব্যক্তির মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ায় খালে ডুবে এক ব্যক্তি মারা গেছেন। তার নাম মো. হাছান সওদাগর (৫৫)। বাড়ি উপজেলার মরিয়মনগর ইউনিয়নের পূর্ব সৈয়দবাড়ি গ্রামে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে একই এলাকায় এই ঘটনা ঘটে। বিকেলে জানাজা শেষে তার লাশ দাফন করা হয়েছে।

প্রয়াত হাছান সওদাগরের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, একই দিন সকাল সাড়ে ৭ টার দিকে হাছান প্রতিদিনের মতো হাঁটতে বের হন। হাঁটার পর স্থানীয় একটি খালের ওপর ব্রীজে বসলে অসাবধানতাবশত তিনি খালে পড়ে মারা যান। এরপর সেখান থেকে আর উঠতে পারেননি। সেখানেই ডুবে তার মৃত্যু হয়েছে।

একই এলাকার বাসিন্দা আকতার হোসেন নঈমী বলেন, আসর নামাজের পর হাছান সওদাগরের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top