রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ায় খালে গরু পার করতে গিয়ে পানির স্রোতে ভেসে গিয়ে মো. আরমান (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছে।
শনিবার (১৭ আগষ্ট) সকাল ১১ টার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের কুলমাই খালে এই ঘটনা ঘটে।
নিখোঁজ যুবক লালানগর চাঁদ নগর এলাকার মো. রাজ্জাক আলীর ছেলে। খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালালেও তাকে পাওয়া যায়নি।
আরমানের বন্ধু মো. নুরুন্নবী জানান, আরমান পেশায় একজন রাজমিস্ত্রীর শ্রমিক হিসেবে কাজ করে। মাঝেমধ্যে বাবার গরু ও কৃষি কাজে সহায়তা করেন। এদিন রাতভর টানা বৃষ্টির কারণে কুলমাই খালের পানি বেড়ে গিয়েছিল, স্রোতও ছিল বেশি। সকালে আরমানের বাবাসহ গরু পার করার সময় পা পিছলে পানিতে তলিয়ে যায়।
এরপর অনেক খুঁজাখুঁজি করেও তার সন্ধ্যান পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা এসে ১ঘন্টা উদ্ধার অভিযান করেও ব্যর্থ হয়। উদ্ধার করতে গিয়ে ডুবুরি দলের এক কর্মী আহত হয়েছেন বলে জানান তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত সে এখনো উদ্ধার হয়নি।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা মেরাজ আলী জানান, “রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসেছে। তবে এখনো পাওয়া যায়নি।”
চাটগাঁ নিউজ/জগলুল/এআইকে