রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় খালের পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মোহাম্মদ সাগর (২০)।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে তিনটার দিকে গুমাইবিলের কুলকুরমাই খালে এই ঘটনাটি ঘটেছে।
নিহত সাগর উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড বনগ্রাম এলাকার মো. জয়নালের ছেলে।
জানা যায়, উপজেলার মরিয়মনগর ইউনিয়নের কাটাখালী উত্তর পাশে গুমাইবিলের কুলকুরমাই খাল থেকে ধানের জমিতে পানি সেচ দিচ্ছিল দুই সহোদর কৃষক হেলাল ও জাবেদ। মামাদের জন্য সাগর ও সাজিত খাবার পানি দিয়ে বাড়িতে ফেরার পথে কুলকুরমাই খালে সাগর গোসল করতে নামে। সাগর খালে নেমে দীর্ঘক্ষণ উঠে না আসায় ছোট ভাই সাজিত শোর চিৎকার দেয়। পরে সেচ দিতে ব্যস্ত দুই মামা ঘটনাস্থলে এসে অচেতন অবস্থায় সাগরের নিথর দেহ উদ্ধার করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন







