রাঙ্গুনিয়ায় ক্রেতা সেজে স্বর্ণালঙ্কার চুরি

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রোয়াজারহাট বাজারের সৌদিয়া জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকান থেকে ক্রেতা সেজে তিনজন প্রতারক স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে।

বুধবার (২০ আগস্ট) সকালে সাড়ে ১০টার দিকে এই চুরির ঘটনা ঘটে।

দোকান মালিক বারিন্দ্র লাল ঘোষ বাবুল বলেন, সকালে মাসিক স্টক মেলানোর জন্য শোকেসে অলঙ্কার সাজাচ্ছিলেন। এ সময় দোকানের কর্মচারীরা বাইরে গেলে দুইজন পুরুষ ও একজন নারী ক্রেতা হিসেবে দোকানে প্রবেশ করে। তাদের মধ্যে দু’জন একের পর এক আংটি দেখে ও দাম জানতে চেয়ে মালিককে ব্যস্ত রাখে। অন্যদিকে বাইরে একজন পাহারায় দাড়িয়ে ভেতরে বাইরে করতে থাকে।

এরমধ্যে ভেতরে থাকা দুই পুরুষের একজন পেপার পড়ার আড়ালে শোকেসে রাখা শো’তে দেয়া প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। চুরি করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা হতে পারে বলে তিনি ধারণা করেন। চুরির পুরো ঘটনা দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।

রোয়াজারহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবদুল শুক্কুর এবং সাধারণ সম্পাদক গাজী জসিম উদ্দিন জানান, এই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। পুরো বাজার সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এরপরও একটি দোকানে এমন অভিনব কায়দায় চুরির ঘটনা দু:খজনক। ব্যবসায়ীদের আরও সচেতন হতে হওয়ার আহবান জানান তারা।

রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, মৌখিক অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চক্রটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top