রাঙ্গুনিয়ায় কলেজছাত্রীর মৃত্যু, পুলিশ হেফাজতে দুই তরুণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় দুই তরুণের সঙ্গে প্রেমঘটিত জটিলতার জেরে এক কলেজ ছাত্রীর আত্মহত্যার চেষ্টার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। রোববার আত্মহত্যার চেষ্টা করলে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল; সোমবার (১ সেপ্টেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সজিব দাস ও প্রতীক নামে দুই তরুণকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার।

মারা যাওয়া ওই ছাত্রী উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের শীল পাড়ার বাসিন্দা। তার বাবা মানিক চন্দ্র শীল জানান, রোববার সকালে তিনি যখন তার সেলুন দোকানে ছিলেন, তখন অচেনা দুই তরুণ তাকে ফোন করে ঘরে যাওয়ার জন্য বলেন ৷ তিনি ঘরে গেলে তার স্ত্রীর সাথে তাদের কথা বলতে দেখেন। এরমধ্যে হঠাৎ পাশের ঘর থেকে চিৎকার শুনে গিয়ে দেখেন তার মেয়ে গলায় ফাঁস দিয়েছে। তাৎক্ষণিক তাকে নামিয়ে হাসপাতালে নেয়া হলে সোমবার ভোরে তার মৃত্যু হয়।

পুলিশ হেফাজতে থাকা দুই তরুণের একজন, সজিব দাস জানান, প্রায় এক মাস ধরে ওই ছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল।

অন্যজন, কাপ্তাইয়ের একটি সরকারি কলেজের ছাত্র প্রতীক জানান, চার মাস ধরে মেয়েটির সঙ্গে তার সম্পর্ক ছিল। মেয়েটির ফেইসবুক পাসওয়ার্ড তার কাছে থাকায় তিনি সজিবের সঙ্গে সম্পর্কের বিষয়টি জানতে পারেন।

প্রতীক বলেন, পরে আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিই, বিষয়টি মেয়ের পরিবারকে জানাব, যেন ভবিষ্যতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই উদ্দেশ্যেই আমরা একসঙ্গে তার বাড়িতে এসেছিলাম।

এ বিষয়ে দক্ষিণ রাজানগর ইউনিয়নের মহিলা ইউপি সদস্য নীলু আক্তার বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি এবং বিষয়টি খতিয়ে দেখছি।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার সোমবার সকালে বলেন, দুই তরুণ থানায় আছে এবং মেয়েটির মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top