রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীর ভাঙন রোধে ব্লক স্থাপন শুরু

শেয়ার করুন

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র বিশেষ উদ্যোগে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নে কর্ণফুলী নদীর ভাঙন প্রতিরোধে ব্লক স্থাপন কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (২৫ মার্চ) দুপুরে ইউনিয়নের ৪নং ওয়ার্ড গোলাম বেপারীহাট এলাকায় কর্ণফুলী নদীতে ব্লক স্থাপন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পররাষ্ট্র মন্ত্রীর পক্ষে কার্যক্রমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেতাগী ইউপি চেয়ারম্যান শফিউল আলম।

জানা যায়, বেতাগী ইউনিয়নের গোলাম বেপারী হাট এলাকায় ৩৩০ মিটার, হীরমাই শাহ মাজার সংলগ্ন এলাকায় ৮০ মিটার, কাউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ১০০ মিটার, আবুল বশর মাস্টার বাড়ি এলাকা ১৫০ মিটার এবং গুণগুণিয়া বেতাগী কাঙালি শাহ মাজার এলাকায় ৩২০ মিটার অংশে ব্লক স্থাপন করা হবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মমতাজুল হক ফরিদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হারুনুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রফিক উদ্দীন তালুকদার, ইউপি সদস্য মোহাম্মদ আবু সাঈদ, যুবলীগ নেতা ইকবাল হোসেন সবুজ, প্রবাসী মোহাম্মদ শহীদুল ইসলাম, মো. মনছুর, মহসিন চৌধুরী, মো. জামশেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ৩২ কোটি টাকা ব্যয়ে পাঁচ স্পটের মোট ৯৮০ মিটার অংশে ব্লক স্থাপন করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। দীর্ঘদিন ধরে নদী ভাঙন কবলিত এলাকায় ব্লক স্থাপনের কার্যক্রম শুরু হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান স্থানীয়রা।

চাটগাঁ নিউজ/এসবিএন

Scroll to Top