রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫। উপজেলার ৪১টি স্কুলের মোট ৩ হাজার ৩২৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২ হাজার ৪৩৬ জন। পাসের হার ৭৩.২৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯৫ জন। গতবছর পাসের হার ছিল ৮৫.৪৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৬২ জন।
দাখিলে ১৫টি মাদ্রাসার ৬১৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৯৮ জন। পাসের হার ৮০.৯৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৮ জন শিক্ষার্থী। গতবছর পাসের হার ছিল ৯০.৩৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১৭ জন। এছাড়া ভোকেশনালে উপজেলার ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৯৯জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৫৩ জন। পাসের হার ৮৪.৬২ শতাংশ এবং জিপিএ- ৫ পেয়েছে ৯ জন। যা গতবার ছিল ৯২.৯৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ জন।
রাঙ্গুনিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা বলেন, উপজেলায় পাসের হারের দিক থেকে প্রথম হয়েছে রাঙ্গুনিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ। তাদের ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৭ জন পাস করেছে। পাসের হার ৮৯.৬৯ শতাংশ এবং ৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তবে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে প্রথম হয়েছে রাঙ্গুনিয়া আদর্শ বহুমূখী পাইলট উচ্চ বিদ্যালয়। তাদের ১৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছ। তাদের পাসের হার মাধ্যমিকে ৮০.০৯ শতাংশ এবং ভোকেশনালে ৯০.৯ শতাংশ।
দাখিলে প্রথম হয়েছে দক্ষিণ শিলক তৈয়্যবিয়া নূরিয়া ছত্তারিয়া দাখিল মাদ্রাসা। তাদের শতভাগ পাসের হারের পাশাপাশি ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া শিলক মীনা গাজীর টিলা মতিউল উলুম দাখিল মাদ্রাসাও শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এছাড়া মাদ্রাসা-এ তৈয়বিয়া অদুদিয়া সুন্নিয়া ফাযিল ও রাঙ্গুনিয়া আলমশাহ পাড়া কামিল মাদ্রাসার ৩ জন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে এবং প্রতিষ্ঠান দুটি যথাক্রমে ৮৫.৩৯ ও ৮৪.৪৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
এছাড়া ভোকেশনালে পাসের হারের দিক থেকে প্রথম হয়েছে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়। তাদের ৯০.৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। তবে ভোকেশনালে একমাত্র ৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন