রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় নিজ ঘর থেকে মো. রফিক (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার হোছনাবাদ ছাদেকের ঘোনা এলাকার তার মরদেহটি উদ্ধার করা হয়।
তিনি ওই এলাকার জাবেদ আলীর ছেলে এবং দিনমজুরের কাজ করতেন বলে জানান স্থানীয়রা।
স্থানীয় ইউপি সদস্য মো. বাবু জানান, রফিক অবিবাহিত ছিল। সে তার ঘরে একাই থাকতেন। তার বাড়ির পাশে থাকা দোকান থেকে বুধবার রাত সাড়ে ১০টার দিকে নিজ ঘরে চলে আসেন। তবে পরেরদিন দোকানে না যাওয়াতে দোকানদার তাকে ডাকতে এসে দেখেন তার কোন সাড়া শব্দ নাই। পরে আরো কয়েকজনসহ দরজা ভেঙে তার লাশ দেখতে পায়।
তারা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। রফিকের সাথে কারো বিরোধ নেই বলেও জানান তিনি।
রাঙ্গুনিয়া থানার এসআই মো. জাকির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে।
চাটগাঁ নিউজ/জেএইচ