রাঙ্গুনিয়ায় এক গৃহবধূর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় রুমা আক্তার (২৬) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার পারুয়া এলাকায় তার লাশটি পাওয়া গেছে উল্লেখ করে পরিচয় জানতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে একটি বার্তা।

পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যান। প্রথমদিকে অজ্ঞাত হিসেবে তার লাশটি উদ্ধার হলেও পরবর্তীতে ফেসবুকের কল্যাণে তার পরিচয় শনাক্ত করা গেছে। রুমা আক্তার উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বনগ্রাম লালপাহাড় এলাকার মীর আহম্মদের মেয়ে। পরিবারের দাবি কিছুদিন আগে জেল থেকে বের হওয়া তার স্বামী তাকে হত্যা করেছে।

এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন জানিয়ে নিহতের ভাই মো. করিম জানান, গত ৬ বছর আগে উপজেলার পোমরা ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকার মো. নেজামের সাথে তার বোনের বিয়ে হয়েছিলো। তখন সে ট্রাক চালাতো৷ বিয়ের কিছুদিন পর একটি মামলায় নেজামের জেল হয়। এরমধ্যে তার একটি পুত্র সন্তানও হয়। তার বয়স এখন পাঁচ বছর।

দীর্ঘ ৫ বছর জেল কেটে বের হয়েই তার বোনকে যৌতুকের দাতে নানাভাবে নির্যাতন চালাতে থাকে। বিভিন্ন সময় মারধর করতো৷ বুধবার রাতে তার বোন জামাই নেজাম তার আত্মীয়স্বজনদের ফোন করে তার বোনকে মেরে ফেলেছে বলে জানান। পরে সকালে উঠে শুনেন উত্তর রাঙ্গুনিয়া এলাকায় তার লাশ পাওয়া গেছে।

এরপর বোনের শ্বশুর বাড়িতে গেলে বোন জামাইকে পাওয়া যায়নি, শ্বশুর বাড়ির লোকজনও কিছু জানেন না বলে জানান।

এই ব্যাপারে জানতে অভিযুক্ত বোনের জামাই মো. নেজামের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

এদিকে রুমাকে হত্যা করেছে উল্লেখ করে তার স্বামীকে গ্রেফতারপূর্বক সঠিক তদন্তের দাবী জানিয়েছেন নিহতের এলাকার বাসিন্দারাও।

স্থানীয় মো. হোসেন জানান, এটা নিশ্চিত হত্যাকাণ্ড। এটিকে কোনভাবেই মেনে নেয়া যায় না। ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারকে হস্তান্তর করা হলে একইদিন রাত দশটার দিকে তার মরদেহ নামাজের জানাজা শেষে দাফন করা হয় বলে জানান তিনি।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top