রাঙ্গুনিয়ায় একাধিক অস্ত্র ও কার্তুজসহ ডাকাতি মামলার আসামি গ্রেফতার

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় একাধিক অস্ত্র ও কার্তুজসহ ডাকাতি ও ডাকাতিসহ অপহরণ মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) ভোররাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের পশ্চিম সরফভাটা ৩নং ওয়ার্ড মৌলানা গ্রাম থেকে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাকে ধরা হয়। এসময় তার কাছ থেকে দুটি একনলা বন্দুক, ১৫টি লিডবল তাজা কার্তুজ, ১৬টি কার্তুজের খোসা, ২৩টি দেশিয় তৈরী ছোট-বড় পটকা, ৩টি কিরিচ, ২টি ছুরি, ৬টি ধামা, ৪টি দা, ৫টি মোবাইল এবং একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম শফিউল আলম প্রকাশ শফি (৩৬)। সে পশ্চিম সরফভাটা মৌলানা গ্রামের বদিউল আলম চেয়ারম্যান বাড়ির মৃত নাজের প্রকাশ কালাবালির ছেলে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে গ্রেফতার করা হয় শীর্ষ সন্ত্রাসী শফিকে। তার বিরুদ্ধে ডাকাতি ও ডাকাতিসহ অপহরণের দুটি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top