পড়া হয়েছে: ৫৮
রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি দোকান পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
রবিবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চন্দ্রঘোনার পূর্ব কদমতলী মিনার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এতে একটি মোটরসাইকেলসহ ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন চাটগাঁ নিউজকে জানান, ঐ এলাকার সনজিত দাস নামে এক ব্যক্তির দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তার ৩০ বাই ১৫ ফুট পরিমাপের ১টি সেমিপাকা দোকান ও একটি মোটর সাইকেল আগুনে পুড়ে গেছে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি। তবে আশেপাশে ছড়িয়ে যাওয়ার আগেই তা নির্বাপণ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এসবিএন