পড়া হয়েছে: ২৫
রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় শান্তিনিকেতন এলাকা থেকে দেশীয় তৈরী বন্দুকসহ (এলজি) রবি দে (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ জুলাই) দিনগত রাত দেড়টার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ৬নং ওয়ার্ড শান্তিনিকেতন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রবি দে শান্তিনিকেতন নারায়ণ মাস্টার বাড়ির স্বপন দে’র ছেলে।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, গোপন সংবাদে খবর পেয়ে অভিযান চালিয়ে তার তিন কক্ষ বিশিষ্ট টিনশেড বেড়ার ঘরের উত্তর পার্শ্বের কক্ষ থেকে অস্ত্রসহ তাকে হাতেনাতে ধরা হয়। এটি দেশীয় তৈরী বন্দুক (এলজি)। যাহার কাঠের বাট সহ আড়াআড়ি ভাবে লম্বা ৩০.২৫ ইঞ্চি এবং লোহার অংশের দৈর্ঘ্য ১৯.৫ ইঞ্চি। এটিতে ফায়ারিং পিন ও ট্রিগার বিদ্যমান।
তিনি আরও বলেন, গ্রেফতার রবি দে’র বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
চাটগাঁ নিউজ/জগলুল/এআইক