রাঙ্গুনিয়ায় অভিযানে কৃষকলীগ সভাপতিসহ গ্রেফতার ৩

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলা কৃষকলীগের সভাপতি আবদুল মান্নান তালুকদার (৫৯) গ্রেফতার হয়েছে। একই অভিযানে লালানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুস ছালামকেও (৬০) গ্রেফতার করা হয়েছে।

এরবাইরেও পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে ধরা পড়েছে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফজল করিম (৬০)। তিনি উপজেলার পারুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড সৈয়দনগর তালুকদার বাড়ী এলাকার গুনু মিয়ার ছেলে।

রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হচ্ছে।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top