রাঙ্গুনিয়ায় অটোরিক্সা চালক সমিতির নির্বাচন ঘিরে সহিংসতা  

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিক্সা চালক সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণার পর কারচুপির অভিযোগ এনে পরাজিত প্রার্থীর সমর্থকরা নির্বাচন পরিচালনা কমিটির কর্মকর্তাদের দুই ঘন্টা অবরুদ্ধ করে রাখে। এই সময় বিক্ষুব্ধ লোকজন দায়িত্বরত এক আনসার সদস্যকে মারধর করে আহত করে। পরে তারা সড়কে টায়ার জ্বালিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেয়।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার চন্দ্রঘোনা—কদমতলি ইউনিয়নের লিচুবাগান এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে রাত ৮ টার দিকে ঘটনাস্থলে সেনাবাহিনী আসার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। নির্বাচনের ফলাফল প্রথমে স্থগিত করলেও পরে রাত ৯ টার দিকে লিখিত ফলাফল ঘোষণা করা হয়।

জানা গেছে, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) চন্দ্রঘোনা অটোরিক্সা চালক সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্নভাবে চলে। ভোট গণনা শেষে সন্ধ্যা ৬ টার দিকে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না মৌখিকভাবে ফলাফল ঘোষণা করেন।

ফলাফলে সভাপতি প্রার্থী আবদুল মান্নান মনু ছাতা প্রতীকে ৩৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয় ঘোষণা দেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. সালাউদ্দিন আনারস প্রতীকে ৩৫২ ভোট পেয়ে পরাজিত হওয়ার ঘোষণায় সমর্থকরা উত্তেজিত হয়ে পড়ে। এই সময় নির্বাচন কেন্দ্র অটোরিক্সা চালক সমিতির কার্যালয় বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে ভোট গ্রহন কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে। পরে বিক্ষুব্ধ প্রার্থীর সমর্থকরা দায়িত্বরত আনসার সদস্য মো. নান্নুকে মারধর করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

পরে পরাজিত প্রার্থীর সমর্থকরা চট্টগ্রাম—কাপ্তাই সড়কে টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। ঘন্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। রাত ৮ টার দিকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে রাত ৯ টার দিকে ফলাফল ঘোষণা করেন। অপরিবর্তিত ফলাফলে আবদুল মান্নান মনুকে বিজয়ী ঘোষণা করা হয়। এদিকে সাধারণ সম্পাদক পদে রিক্সা প্রতীকে মো. সোলাইমান নির্বাচিত হন। প্রার্থীরা ফলাফল মেনে নিয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না ।

তিনি বলেন, নির্বাচন স্বাভাবিক নিয়মে হয়েছে। ভোট গণনাতে কোনো গড়মিল নেই। ফলাফল ঘোষণার আগেই কেন্দ্রের বাইরে কেউ হয়তো ভূল ম্যাসেজ দেয়ার কারণে একটু গন্ডগোল হয়। যেহেতু একটি পক্ষের অভিযোগ রয়েছে। তাই কিছুক্ষনের জন্য ফলাফল স্থগিত রাখা হলেও পরে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল অপরিবর্তিত রয়েছে।

এই বিষয়ে রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, নির্বাচন ফলাফলে কোনো গন্ডগোল হয়নি। গন্ডগোলের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যান। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এখন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top