রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় সিএনজি অটোরিকশার ধাক্কায় এক ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু হয়েছে।
সোমবার (২১ জুলাই) রাত দশটার দিকে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের উপজেলার রাজানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ঠান্ডাছড়ি চা-বাগানের পাশে এই ঘটনা ঘটে।
নিহতের মো. সাইদুল হক (৫৪)। তিনি লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বশিকপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড কাছিদের বাড়ীর মো. আব্দুল হাশেমের ছেলে। তিনি রানীরহাট বাজারের একজন ঝালমুড়ি বিক্রেতা।
এই ঘটনায় রাঙ্গুনিয়া মডেল থানায় নিহতের সন্তান মো. হারুন অর রশিদ ওরপে পলাশ বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার দুপুরে নামাজের জানাজা শেষে তার গ্রামের বাড়িতে লাশ দাফন করা হয়।
মামলার বিবরণে জানা যায়, এদিন রাত সোয়া ৯টার দিকে নিহত সাইদুল হক তার বড় ভাই মো. মজিবুল হকের বাসা মুছা মিয়ার কলোনী থেকে রানীরহাট যাচ্ছিলেন। যাওয়ার পথে পেছন থেকে অজ্ঞাতনামা একটি সিএনজি অটোরিকশা তাকে পেছন থেকে ধাক্কা মারে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
ঘটনার প্রত্যক্ষদর্শী মো. রফিকুল ইসলাম নামে এক যাত্রী পুলিশকে জানান, নিহত সাইদুলকে হেটে যাওয়ার সময় পেছন থেকে একটি সিএনজি অটোরিকশা ধাক্কা মেরে চলে যায়। এতে তিনি রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হন। পরে মারা গেছেন বলে জানান তিনি।
এই ব্যাপারে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, ঘটনাস্থলে সিএনজি অটোরিকশার গ্লাসের টুকরো পড়ে ছিলো। এছাড়া একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানা গেছে সিএনজি অটোরিকশার ধাক্কায় এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় সড়ক আইনে মামলা হয়েছে এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন