রাঙ্গুনিয়ায় অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ‎রাঙ্গুনিয়া উপজেলায় ৬০ বছর বয়সী অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৮টায় আলমশাহপাড়া এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

‎রাঙ্গুনিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, উপজেলার লালানগর ইউনিয়নের আলমশাহপাড়া আমড়া কাটের বাড়ি এলাকায় একটি লাশ পড়ে আছে, এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে আসা হয়েছে।

‎তিনি আরো জানান, মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সাথে শ্বাসকষ্টের ওষুধ পাওয়া গিয়েছে। তবে কখন কিভাবে মারা গেছে নিশ্চিত হওয়া বা কোন পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top