রাঙ্গামাটিতে সংঘর্ষ: ১৪৪ ধারা জারি

চাটগাঁ নিউজ ডেস্ক : শুক্রবার (২০ সেপ্টেম্বর) খাগড়াছড়ির দীঘিনালার ঘটনাকে কেন্দ্র করে রাঙ্গামাটিতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর ও দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে খাগড়াছড়ির দীঘিনালা ঘটনাকে কেন্দ্র করে আদিবাসী ছাত্ররা বিক্ষোভ মিছিল নিয়ে রাঙ্গামাটি শহরের বনরূপা এলাকায় আসলে তারা বেশ কয়েকটি গাড়ি ও দোকানে হামলা চালায়। খবর পেয়ে বাঙালিরা প্রতিরোধের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের ঘটনায় বেশ কিছু দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে সেনবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে শহরে এখনও পরিস্থিতি থমথমে রয়েছে।

শহরে পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। এই সংঘর্ষের ঘটনার কারণে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

চাটগাঁ নিউজ/জেএইচ 

Scroll to Top