রাঙামাটি শহরের দুই দোকান থেকে ৯০টি মোবাইল চুরি

চাটগাঁ নিউজ ডেস্ক: রাঙামাটি জেলা শহরের প্রাণকেন্দ্র বনরুপা বিএম শপিং কমপ্লেক্স-২ তে দুইটি মোবাইল দোকানের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় দুই দোকান থেকে ৮০-৯০টি মোবাইল ফোন, নগদ টাকা নিয়ে গেছে চোর চক্র। এতে প্রায় ২৫-২৬ লাখ টাকার মালামাল চুরি হয়েছে; দাবি দোকানদের।

শনিবার (৯ আগস্ট) সকাল ৮টার দিকে জেলা শহরের প্রাণকেন্দ্র বনরুপা বিএম শপিং কমপ্লেক্স-২ এর দ্বিতীয় তলায় অবস্থিত ফিক্সেল গ্যালারি ও নিউমিউ রাঙামাটি নামের দুই দোকানে চুরির ঘটনা ঘটে।

নিউমিউ রাঙামাটির মালিক মো. তাহের জানান, রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যান তারা। সকালে দোকানে এসে দেখতে পান স্যাটায়ের তালা ভাঙা। পরে ভেতরে গিয়ে দেখেন দোকান থেকে স্যামসাং, অপ্পো, শাওমি, ভিভো, নকিয়া, হুয়াইওয়েসহ ৬টি ব্যান্ডের ৮০-৯০টি নতুন মোবাইল, ও ক্যাশ বক্স ভেঙে নগদ টাকাসহ প্রয়োজনীয় কিছু কাগজ ও জিনিসপত্র চুরি হয়ে গেছে। চুরির ঘটনায় দুই দোকানের ২৫-২৬ লাখ টাকা ক্ষতি হয়েছে।

রাঙামাটির কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, চুরির ঘটনার পর পুলিশ সরেজমিন পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজসহ যাবতীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top