রাঙামাটি-বান্দরবানসহ ২১ জেলায় বজ্রপাতের সতর্কতা

চাটগাঁ নিউজ ডেস্ক: পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি-বান্দরবানসহ দেশের ২১ জেলায় বজ্রপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১২ মে) আবহাওয়া অধিদপ্তরের বজ্রপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এদিন সকাল সাড়ে ৮টা থেকে পরবর্তী ৪ ঘণ্টার মধ্যে বিভিন্ন জেলায় অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার অধিক বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি এবং বজ্রপাত হতে পারে।

ওই জেলাগুলো হচ্ছে- রাঙামাটি, বান্দরবান, রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, নরসিংদী, রংপুর, গাইবান্ধা, শেরপুর, নেত্রকোণা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট।

এ সময়ে কিছু করণীয় মানতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর-
বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকা। জানালা ও দরজা বন্ধ রাখা। সম্ভব হলে যাত্রা বা ভ্রমণ এড়িয়ে চলা। নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া। গাছের নিচে আশ্রয় না নেওয়া।
কংক্রিটের মেঝেতে শয়ন না করা এবং কংক্রিটের দেয়ালে হেলান না দেওয়া।
বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলোর প্লাগ খুলে রাখা। জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসা। বিদ্যুৎ পরিবাহী বস্তু থেকে দূরে থাকা। শিলা বৃষ্টির সময় ঘরে অবস্থান করা।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top