রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে দুদকের অভিযান

রাঙামাটি প্রতিনিধি: প্রকল্প উন্নয়ন কাজে অনিয়ম, ঘুষ গ্রহণসহ নানা অভিযোগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে দুদকের রাঙামাটি কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন, মো. রাজু আহমেদ, সরোয়ার হোসেনসহ দুদকের অন্যান্য কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

অভিযান শেষে দুদক উপ-পরিচালক জাহিদ কামাল বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের উন্নয়ন কাজে অনিয়ম, ঘুষ গ্রহণসহ নানা অভিযোগে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে এই অভিযান চালানো হয়। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে টেন্ডার প্রক্রিয়াসহ বিভিন্ন কাগজপত্র চাওয়া হলেও তা তাৎক্ষণিকভাবে দেখাতে ব্যর্থ হয়েছেন তারা।

তিনি আরও বলেন, ডকুমেন্ট হাতে পেলে পর্যালোচনা করে কোনো অনিয়ম পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ সময় অধিকাংশ কর্মকর্তা ও কর্মচারী অফিসে অনুপস্থিত ছিলেন বলেও জানান তিনি।

এ বিষয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জরুরি সভায় অংশ নিতে চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

চাটগাঁ নিউজ/আলমগীর/এমকেএন

Scroll to Top