রাঙামাটি আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৮ প্রার্থী

রাঙামাটি প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটি-২৯৯ সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর কাছে আনুষ্ঠানিকভাবে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

রাঙামাটি জেলার রিটার্নিং কর্মকর্তার বরাত দিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন জানিয়েছেন, মোট ১৩টি মনোনয়নপত্র বিক্রি হলেও নির্ধারিত সময়সীমার মধ্যে জমা পড়েছে ৮টি। এর মধ্যে রাজনৈতিক দলের ৭টি এবং একটি স্বতন্ত্র।

নির্বাচনী তফসিল অনুযায়ী রাঙামাটি-২৯৯ নং সংসদীয় আসনে মনোনয়নপত্র জমাকারী প্রার্থীরা হলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে অ্যাডভোকেট দীপেন দেওয়ান, যিনি দলের কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক।

বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে অ্যাডভোকেট মোখতার আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে রাঙামাটি জেলা সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন, বাংলাদেশ খেলাফতে মজলিস থেকে রাঙামাটি জেলা সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নানিয়ারচর উপজেলা সভাপতি অশোক তালুকদার, গণঅধিকার পরিষদ রাঙামাটি জেলা আহ্বায়ক এম এ বাশার এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি থেকে রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক জুই চাকমা।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন পহেল চাকমা।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এরপর প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে রাঙামাটি-২৯৯ আসনে নির্বাচনী মাঠ আরও চূড়ান্ত রূপ নেবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয়।

চাটগাঁ নিউজ/আলমগীর/এমকেএন

Scroll to Top