পড়া হয়েছে: ৫৪
সিপ্লাস ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য (এমপি) প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ শেষ হয়েছে। এবার পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি-২৯৯ আসন থেকে নৌকার প্রার্থী হতে আওয়ামী লীগের ১০টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সংসদ সদস্য প্রার্থীরা।
রাঙামাটি-২৯৯ এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন বর্তমান সংসদ সদস্য দীপংকর তালুকদার, বীর মুক্তিযোদ্ধা জাফর আলম, মো: জসিম উদ্দিন চৌং, মো: কামাল উদ্দিন, সন্তোষ কুমার চাকমা, আব্দুল মতিন, সমরেশ দেওয়ান, স্নেহ কান্তি চাকমা, জয় সেল তঞ্চপ্যা, অমর কুমার দে।