রাঙামাটির সাজেকে জিপ খাদে পরে নিহত ১, আহত ১২

রাঙামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে হাউজ পাড়া এলাকায় জিপ (চাঁদের গাড়ি) নিয়ন্ত্রণ হারিয়ে পিংক নামে এক নারী পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১২ পর্যটক মারাত্মকভাবে আহত হয়েছে।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে পাহাড় থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পরে এই দূর্ঘটনা ঘটে ।

স্থানীয়রা জানিয়েছেন আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকা জনক।

আহতরা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা যায়। খবর পেয়ে সেনাবাহিনী বিজিবি, পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পর্যটকদের অভিযোগ ফিটনেস বিহীন যানবাহন ও অদক্ষ চালকদের কারণে বারবার সাজেকে এমন দূর্ঘটনা ঘটে।

সাজেক থানার ওসি কানন সরকার দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তৎক্ষনাৎ সবার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

চাটগাঁ নিউজ/আলমগীর/এমকেএন

Scroll to Top