রাঙামাটির উগলছড়িতে ট্রাক উল্টে ৩ শ্রমিকের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: রাঙামাটি জেলার বাঘাইছড়িতে একটি মালবাহী ট্রাক (ছয় চাকা) উল্টে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন ট্রাক চালকও।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরীন আক্তার।

ইউএনও শিরীন আক্তার জানান, বাঘাইছড়ি ইউনিয়নে ছয় চাকার একটি গাড়ি উল্টে তিন জন শ্রমিক নিহত হয়েছেন। এতে চালক আহত হয়েছেন।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, বাঘাইছড়ি উপজেলার উগলছড়িতে ছয় চাকার একটি গাড়ি উল্টে হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলের দিকে গেছে। পরে বিস্তারিত জানানো বলেও জানান ওসি।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top