রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির লংগদুর পাকুয়াখালীতে তৎকালিন উপজাতীয়দের সশস্ত্র সংগঠন শান্তিবাহিনীর হাতে ৩৬ জন কাঠুরিয়া নির্মমভাবে হত্যা করা হয় কিন্তু ২৯ বছরেও ন্যায় বিচার না পাওয়ার পাশাপাশি নিহতদের পরিবার-স্বজনদের কোনো প্রকার ক্ষতিপূরণ ও সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়নি।
এই হত্যার ন্যায় বিচার নিশ্চিতকরণসহ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুর্নবাসনের দাবি জানিয়ে রাঙামাটি জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে পাকুয়াখালী ম্যাসাকার রিকুপ ফাউন্ডেশন।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিনের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়। এসময় সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত ৩৬ কাঠুরিয়ার পরিবারের সদস্যরাসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৯৯৬ সালে পাকুয়াখালী গণহত্যার শিকার ভিকটিমের স্বজনদের ক্ষতিপূরনসহ প্রয়োজনীয় সকল সহায়তা প্রদানে রাঙামাটি জেলা প্রশাসকের নিকট দাবি জানানো হয়েছে।
দাবিগুলো হলো; (ক) ১৯৯৬ সালে পাকুয়াখালী গণহত্যার বিচার বিভাগীয় তদন্তপূর্বক বিচার নিশ্চিত হবে, (খ) ১৯৯৬ সালে পাকুয়াখালী গণহত্যার শিকার প্রত্যেক ব্যক্তির রাষ্ট্রীয় স্বীকৃত নিশ্চিত হবে, (গ) প্রত্যক ভিকটিম পরিবার হতে ১ জনের সরকারী চাকুরীর ব্যবস্থা নিশ্চিত হবে, (ঘ) প্রত্যেক ভিকটিম পরিবারের জন্য আবাসনের ব্যবস্থা নিশ্চিত হবে, (ঙ) প্রত্যক ভিকটিম পরিবারের জন্য ২০ লক্ষ টাকার সঞ্চয়পত্র নিশ্চিত হবে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পার্বত্য চট্টগ্রামে শান্তিবাহিনী কর্তৃক যতগুলো নারকীয় হত্যাজজ্ঞ সংগঠিত হয়েছে তারমধ্যে সবচেয়ে ভয়াবহ হত্যায়জ্ঞ ছিল পাকুয়াখালী গণহত্যা। ১৯৯৬ সালে পাকুয়াখালী গণহত্যার শিকার ৩৬ জন হতভাগ্য ব্যক্তির পরিবারের সদস্যরা খুবই কষ্টের মধ্যেই জীবন-যাপন করছে।
অদ্যবদি আমরা আমাদের পিতা/স্বজন হত্যার বিচার পাইনি, কোন প্রকার রাষ্ট্রীয় স্বীকৃতি পাইনি অথচ বাংলাদেশের অখন্ডতা রক্ষায়, পার্বত্য চট্টগ্রামের অস্থিত্ব রক্ষায় আমার পিতা ও তার সহযোগীরা নির্মম এই হত্যাকান্ডের শিকার কিন্তু আমাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হয়নি, আমাদের আবাসনের ব্যবস্থা করা হয়নি, আমাদের শিক্ষার ব্যবস্থা করা হয়নি। আমরা ১৯৯৬ সালে পাকুয়াখালী গণহত্যার শিকার ক্ষতিগ্রস্থ পরিবার/স্বজনেরা আপনার নিকট অত্র নিবেদনের মাধ্যমে নিম্নোক্ত দাবী সমূহের বাস্তবায়ন চাই।
এসময় অন্যান্যের মধ্যে পাকুয়াখালী ম্যাসাকার রিকুপ ফাউন্ডেশনের চেয়ারম্যান রকিব হোসেন, সমঅধিকার আন্দোলন রাঙামাটির আহবায়ক মো. কামাল উদ্দিন, যুগ্ন আহবায়ক মোহাম্মদ ছগির, ছাত্রনেতা নূর তালুকদার মুন্না, নুরুল আফসার এবং মোঃ জহিরুল ইসলামসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/আলমগীর/এমকেএন