রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি সীমান্ত দিয়ে ভারত থেকে পাচারের সময় আনুমানিক ১৫ লাখ টাকা মূল্যের ৭ বস্তা অবৈধ সিগারেট উদ্ধার করেছে সেনাবাহিনী-বিজিবির সদস্যরা।
শনিবার দুপুরে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ঘাগড়া-কাপ্তাই সড়কের বগাপাড়া ব্রীজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সিগারেটগুলো উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটি বিজিবি সেক্টর সদরের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রতিবেদককে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেনা-বিজিবি যৌথ দল অভিযান পরিচালনা করে সিগারেটগুলো উদ্ধার করি। এর মধ্যে পেট্টোন ব্র্যান্ডের ১৬ কার্টন ও অরিস ব্র্যান্ডের ৮ কার্টন সিগারেট রয়েছে। বিজিবি কর্তৃপক্ষ জানায়, উদ্ধার সিগারেটগুলোর বাজার মূল্য আনুমানিক প্রায় ১৫ লাখ টাকা।
এই ঘটনায় অজ্ঞাতনামাদের আসামী করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থ নেওয়া হচ্ছে এবং অবৈধ সিগারেটগুলো কাষ্টমসকে বুঝিয়ে দেয়া হবে বলেও জানিয়েছেন বিজিবি কর্তৃপক্ষ।
নির্ভরশীল সূত্রে জানা গেছে, মধ্যরাতে এবং শেষ রাতের দিকে রাঙামাটি শহরের কাপ্তাই হ্রদের তীরবর্তী কয়েকটি স্থানে ইঞ্জিন বোটে করে এসকল অবৈধ সিগারেট এনে নিজেদের বাসায় মজুদ করে রাখে চোরাচালানি চক্র।
পরবর্তীতে বিভিন্ন ছদ্মাবরণে অটোরিক্সায়, পণ্যবাহি ট্রাকে, কাভার্ড ভ্যানে, মাছের গাড়িতে, মৌসুমী পণ্যের গাড়িতে, বিস্কুট ও গুড়ো দুধবাহী গাড়িতে করে এসকল অবৈধ সিগারেট রাঙামাটি থেকে চট্টগ্রামে পাচার করে আসছে সিন্ডিকেট চক্র।
চাটগাঁ নিউজ/আলমগীর/ইউডি