রাঙামাটিতে সেনা অভিযানে অস্ত্রসহ ২ ইউপিডিএফ সন্ত্রাসী আটক

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বিরোধী সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর দুই সক্রিয় সদস্যকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও যোগাযোগ সরঞ্জামসহ আটক করা হয়েছে।

শনিবার (১১ই অক্টোবর) দুপুরে জেলার বগাছড়ি এলাকায় এই সফল অভিযান পরিচালিত হয় বলে রাঙামাটি সেনা রিজিয়ন সূত্র নিশ্চিত করেছে।

সেনাবাহিনীর এক দায়িত্বশীল সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বগাছড়ি এলাকায় একটি বিশেষ নিরাপত্তা চৌকি (চেকপোস্ট) স্থাপন করে তল্লাশি কার্যক্রম শুরু করা হয়। অভিযান চলাকালে একটি মোটরসাইকেল চেকপোস্টের দিকে আসতে দেখে সেনাবাহিনীর সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। কিন্তু মোটরসাইকেলের আরোহীরা সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে প্রায় ১৫০ মিটার দূর থেকেই গাড়ি ঘুরিয়ে পালানোর চেষ্টা করে।

সেনা সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের ধাওয়া করে মোটরসাইকেলসহ দুই আরোহীকে আটক করতে সক্ষম হন। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং পূর্বে সংগৃহীত তথ্যের সাথে ছবি মিলিয়ে তাদের পরিচয় নিশ্চিত করা হয়। আটককৃতরা হলেন ইউপিডিএফ এর স্থানীয় পোস্ট কমান্ডার কার্মা চাকমা এবং তার ঘনিষ্ঠ সহযোগী লেলিন চাকমা।

পরবর্তীতে তাদের দেহ ও মোটরসাইকেল তল্লাশি করে ০১টি অত্যাধুনিক পিস্তল, ০১টি ম্যাগাজিন, ০৩ রাউন্ড তাজা গুলি, ০১টি ওয়াকিটকি সেট, ০২টি মোবাইল ফোন এবং চাঁদা আদায়ের ০২টি রশিদ বই উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য চট্টগ্রামের সার্বিক নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং এই অঞ্চলের সকল জাতিগোষ্ঠীর মানুষের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

চাটগাঁ নিউজ/আলমগীর/এমকেএন

Scroll to Top