রাঙামাটিতে যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: রাঙামাটির লংগদু উপজেলায় এক যুবকের বিরুদ্ধে চার সন্তানের জননীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। পুলিশ ইতোমধ্যে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।

লংগদু থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের নাম মো. সোহাগ (৩৮)। সে উপজেলার গুলশাখালী ইউনিয়নের মুর্শিদাবাদ এলাকার আবুল কাশেমের ছেলে এবং পেশায় মোটরসাইকেল চালক।

পুলিশ ও স্থানীয় সূত্রগুলো বলছে, সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় ভিকটিম তার নিজের বাড়ি থেকে ভাতিজিকে নিয়ে ভাইয়ের বাসায় যান। ভাতিজিকে ভাইয়ের বাসায় রেখে বাড়ি ফেরার পথে (ধানক্ষেত ধরে) পেছন পেছন থেকে অভিযুক্ত সোহাগ ভিকটিমের চোখমুখ চেপে ধরে নিপীড়নের চেষ্টা করে। ভিকটিম চিৎকার চেঁচামেচি শুরু করলে লোকজন এসে তাকে উদ্ধার করে।

লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, ভিকটিম এবং তার পরিবারের দেয়া অভিযোগের ভিত্তিতে যৌন নিপীড়ন চেষ্টা মামলা রুজু করা হয়েছে মঙ্গলবার দিবাগত রাতে। রাতেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top