রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি থেকে পাচারের সময় প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় সিগারেট জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার (১২ অক্টোবর) মধ্যরাতে রাঙামাটির মানিকছড়ি চেকপোস্ট দিয়ে যাওয়ার সময় জাম্বুরা ভর্তি একটি ট্রাক (চট্ট মেট্টো-ড-১১-২৪-৩৩) তল্লাশি চালালে ৩৫টি বস্তাভর্তি বিপুল পরিমাণ ভারতীয় চোরাই সিগারেট উদ্ধার করা হয়। ট্রাকটিতে জাম্বুরা দিয়ে ঢেকে এসব চোরাই সিগারেট পরিবহন করছিল চোরা কারবারিরা।
এসময় ট্রাক চালক রোমান ও হেলপার (সহকারী) মঞ্জুরুল আলমকে আটক করা হয়।
আটক ট্রাক চালক রোমান জানিয়েছেন, ট্রাকের মালিক জনৈক করিম কোম্পানির। তার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার রানীরহাটে। মিলন চাকমা নামের এক ব্যক্তি ১০ হাজার টাকায় ভাড়া করে কুতুকছড়ি এলাকা থেকে এসকল সিগারেট ভেতরে রেখে চারিদিকে জাম্বুরা দিয়ে ডেকে মৌসুমি ফল নিয়ে যাওয়ার ছদ্মবেশে পৌনে দুই কোটি টাকা মূল্যের ভারতীয় সিগারেট পাচার করতে যাচ্ছিলো মিলন চাকমা।
জব্দকৃত সিগারেটের আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা ছাড়াবে বলে সংশ্লিষ্টসূত্র জানিয়েছে।
রাঙামাটির কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিন জানান, জব্দকৃত সিগারেটে সাথে ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে রাঙামাটির জুরাছড়ি ও বরকল সীমান্ত দিয়ে ভারত থেকে এসব সিগারেট এনে রাঙামাটি হয়ে চট্টগ্রামে পাচার করে আসছে একটি সিন্ডিকেট। পাচারকালে গত ৫ মাসে প্রায় ৫ কোটি টাকা মূল্যের সিগারেট জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
চাটগাঁ নিউজ/আলমগীর/জেএইচ