রাঙামাটিতে ভারতীয় চিনিসহ আটক ৩

চাটগাঁ নিউজ ডেস্কঃ রাঙামাটিতে আমদানি শুল্ককর ফাঁকি দিয়ে চোরাই পথে আনা ২৯ বস্তা ভারতীয় চিনিসহ ৩ জনকে গ্রেফতারের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান জেলা পুলিশ সুপার (এসপি) কার্যালয়। এর আগে সোমবার (১৮ মার্চ) রাজস্থলী উপজেলার রাজস্থলী বাজারে বেইলি ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, জয়ন্ত তঞ্চঙ্গা, অমর বাবু চাকমা ও লক্ষ্নীজয় তঞ্চঙ্গা। তারা তিন জনই রাঙামাটির বিলাইছড়ি উপজেলার আমকাটাছড়া গ্রামের বাসিন্দা।

জেলা পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের এক কর্মকর্তা জানান, সোমবার আমদানি শুল্ককর ফাঁকি দিয়ে চোরাই পথে ভারতীয় চিনি আসছে মর্মে গোপন সংবাদ পায় পুলিশ। এই তথ্যের ভিত্তিতে রাজস্থলী থানা পুলিশের একটি টিম ১নং ঘিলাছড়ি ইউনিয়নের রাজস্থলী বাজার বেইলি ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে আমদানি শুল্ককর ফাঁকি দিয়ে চোরাই পথে আনা ২৯ বস্তা ভারতীয় চিনিসহ তিন জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশ।

চাটগাঁ নিউজ/এসবিএন

Scroll to Top