চাটগাঁ নিউজ ডেস্ক: পার্বত্য চট্টগ্রামের রাঙামাটির কাউখালী এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসটির চালকসহ ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে রাঙামাটির কাউখালীর বেতবুনিয়া গোদারপাড় নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, মাইক্রোবাসটি রাঙামাটি শহর থেকে চট্টগ্রামের ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসের উদ্দেশে রওনা করেছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসটি মূলত নিজের লেন ছেড়ে বিপরীত লেনে বেপরোয়া গতিতে ঢুকে পড়লে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহতদের চট্টগ্রামের রাউজানের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
এতে আহতরা হলেন- রাঙামাটির শহরের স্বর্ণটিলা জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ ইসমাইল, তার দুই ছেলে মুহাম্মদ ইলিয়াস ও মুহাম্মদ লিটন এবং মাইক্রোবাস চালক মো. সেলিম। আহত আরেক জনের নাম পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে মাইক্রোবাসের চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয়রা। দুর্ঘটনার পরপর উপস্থিত জনতা আহত মাইক্রোবাসের চালক ও যাত্রীদের উদ্ধার করে রাউজান জে কে মেমোরিয়াল হাসপাতালে পাঠান।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ জানান, রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের কাউখালী উপজেলার বেতবুনিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। রাঙামাটি থেকে ছেড়ে যাওয়া ওই মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাসটির ৫ যাত্রী কমবেশি আহত হয়েছেন।
এসময় মাইক্রোবাসের সামনের অংশ যাত্রীবাহী বাসের নিচে ঢুকে পড়ে। তবে নিরাপদে ছিলেন বাসের যাত্রীরা।
চাটগাঁ নিউজ/জেএইচ