রাঙামাটিতে ইয়াবা ও চোলাই মদসহ আটক ৪

রাঙামাটি প্রতিনিধি: পার্বত্য রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান শুরু করেছে কোতয়ালী থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে ইয়াবা ও চোলাই মদসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাঙামাটির কোতয়ালী থানা পুলিশ।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শনিবার রাঙামাটি থেকে যাত্রীবেশে অভিনব কায়দায় পাঁচারের সময় ৩০ লিটার চোলাইমদসহ তিন মহিলাকে আটক করেছে পুলিশ।

কলেরা স্যালাইনের প্যাকেটে চোলাই মদ ভরে সেগুলোকে বিশেষভাবে শরীরের সাথে বেধে রাঙামাটি থেকে যাত্রীবেশে নিয়ে যাওয়ার সময় রাঙামাটির মানিকছড়ি চেকপোষ্টে কর্তব্যরত পুলিশ সদস্যের হাতে আটক হয় তিন নারী মাদক ব্যবসায়ী।

আটককৃতরা হলেন, হাটহাজারীর মির্জাপুরের বাসিন্দা মহিমা আক্তার (৩৫), চট্টগ্রামের বালুছড়ার হিন্দু পাড়াস্থ নতুন মসজিদ এলাকার ছকিনা বেগম (৭৫) ও শাহিনুর (৫০)। আটককৃতদের শরীরে বিশেষ কায়দায় বাধা অবস্থায় ৩০ লিটার পাহাড়ি চোলাই মদ উদ্ধার করে পুলিশ।

অপরদিকে রাঙামাটি শহরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৮০পিছ ইয়াবাসহ হাসান নামের এক মাদক ব্যবসায়িকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। শুক্রবার রাতে ইয়াবা সংগ্রহ করতে অটোরিকশাযোগে যাওয়ার সময় ধাওয়া করে হাসানকে আটক করে পুলিশ।

এসময় তার কাছ থেকে ৮০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। সংশ্লিষ্ট্য সূত্র জানায়, হাসান বাঘাইছড়ি উপজেলাধীন দূরছড়ির মুসলিম পাড়া এলাকার নাছির উদ্দিনের সন্তান।

একটি সূত্র জানিয়েছে, আটককৃত ইয়াবা ব্যবসায়ী হাসান রাঙামাটি থেকে ইয়াবা সংগ্রহ করে দূরছড়ির একটি রাজনৈতিক দলের জনৈক নেতা মহিউদ্দিনের কাছে সরবরাহ করার কথা ছিলো।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সকলকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/আলমগীর/এমকেএন

Scroll to Top