রাউজান থেকে ২টি পাইপগান উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজান থেকে দুটি পাইপগান উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। উপজেলার কদলপুর ইউনিয়নের মাইজপাড়াস্থ গুন্না হাজীর খালি ভিটার পূর্ব পাশে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় আগ্নেয়াস্ত্রগুলো পড়ে ছিল।

রবিবার (১৪ ডিসেম্বর) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।

তিনি জানান, কদলপুর ইউনিয়নের মাইজপাড়া গুন্না হাজীর খালি ভিটার পূর্ব পাশে মাইজপাড়া তৈয়বিয়া জামে মসজিদ ও ফোরকানিয়া মাদরাসার সাইনবোর্ড সংলগ্ন দানবাক্সের পাশে একটি শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় অস্ত্র দুটি পড়ে থাকার খবর পাওয়া যায়।

র‍্যাব জানায়, উদ্ধার করা অস্ত্র দুটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্টের পর থেকে রাউজানে দেড় ডজনের মতো খুন হয়েছে যাদের অধিকাংশই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। রাউজানে র‍্যাব, পুলিশ বেশ কয়েকবার অভিযান চালিয়ে দেশি-বিদেশি প্রচুর অস্ত্র উদ্ধার করেছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top