চাটগাঁ নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম–৪ আসনে (সীতাকুণ্ড উপজেলা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯ ও ১০ নম্বর ওয়ার্ড) ও চট্টগ্রাম–৬ (রাউজান) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের গুঞ্জন ওঠেছে। বিষয়টি নিয়ে দলটির ভেতরে ও বাইরে জোর আলোচনা শুরু হয়েছে। গত শনিবার রাজধানীতে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নিয়ে অনুষ্ঠিত এক সভাকে কেন্দ্র করেই এ গুঞ্জন নতুন করে চাউর হয়।
বিএনপি সূত্রে জানা গেছে, চট্টগ্রাম, ফরিদপুর, কুমিল্লা ও সিলেট বিভাগের সংসদীয় আসনে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের নিয়ে ঢাকায় এ সভার আয়োজন করা হয়। নির্বাচনকেন্দ্রিক এ সভায় চট্টগ্রাম–৪ আসন থেকে আমন্ত্রণ পান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী। তবে আমন্ত্রণ জানানো হয়নি এর আগে প্রাথমিক মনোনয়ন পাওয়া উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিনকে। এ সভায় লায়ন আসলাম চৌধুরীর উপস্থিতির খবরে স্থানীয়ভাবে গুঞ্জন ছড়িয়ে পড়ে চট্টগ্রাম–৪ আসনে তিনিই হতে যাচ্ছেন বিএনপির চূড়ান্ত প্রার্থী।
এদিকে, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে দলের প্রাথমিক মনোনয়ন পাওয়া গিয়াস কাদের চৌধুরীকেও আমন্ত্রণ জানানো হয়নি বলে জানা গেছে। তবে সাংগঠনিক সূত্রে জানা গেছে, ওই সভায় বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারও উপস্থিত ছিলেন। ফলে স্থানীয়ভাবে গুঞ্জন ছড়িয়ে পড়ে চট্টগ্রাম–৪ আসনে লায়ন আসলাম চৌধুরী ও চট্টগ্রাম–৬ আসনে গোলাম আকবর খোন্দকার হতে যাচ্ছেন বিএনপির চূড়ান্ত প্রার্থী। এতে উচ্ছ্বাস প্রকাশ করেন তার কর্মী-সমর্থকরা।
এ বিষয়ে প্রতিবেদকের সঙ্গে কথা হয় গোলাম আকবর খোন্দকারের। তিনি বলেন, যদিও কেন্দ্র থেকে এখনো লিখিত কোনো বার্তা দেওয়া হয়নি। তবে সহসা পজিটিভ সংবাদ পাওয়া যাবে।
অন্যদিকে, কাজী সালাউদ্দিনের ঘনিষ্ঠদের দাবি, দল থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। তাই তারা মনে করছেন, কাজী সালাউদ্দিনের প্রতি দলের সমর্থন এখনো বহাল রয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ






