রাউজানে মাইক্রোবাসের ধাক্কায় মাইজভান্ডারি ভক্তের মৃত্যু

রাউজান প্রতিনিধিঃ চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় মো. নুরুল আলম কান্ডারী (৭০) নামে এক স্কুটি আরোহীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় রাউজান উপজেলার জলিল নগর এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত মো. নুরুল আলম ভান্ডারী রাউজান উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকার মৌলানা রাহাত আলী বাড়ির ছিদ্দিক আহমেদ সারাংয়ের ছেলে।

নিহতের প্রতিবেশি মো. মোজাম্মেল হক বলেন, নিহত নুরুল আলম ভান্ডারী মাইজভাণ্ডার দরবারের শফিউল বশর মাইজভান্ডারির মুরিদ। তিনি প্রতি শুক্রবারের মত আজও জুমার নামাজ আদায় করতে মাইজভান্ডার শরীফে যান। জুমার নামাজ শেষে স্কুটি চালিয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। তিনি ৩ ছেলে ও ৬ মেয়ে সন্তানের জনক।

এই ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরো চাটগাঁ নিউজকে জানান, পরিবারের কারো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের ব্যবস্থা করা হয়।

চাটগাঁ নিউজ/এসবিএন

Scroll to Top