রাউজানে সংঘর্ষের জের, পদ হারালেন গিয়াস কাদের!

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে বিএনপির দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় পদ হারালেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। তাকে সব পর্যায়ের পদ থেকে স্থগিতাদেশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি।

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। এর আগে সন্ধ্যায় কেন্দ্র থেকে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়।

চিঠিতে বলা হয়— গিয়াস কাদের চৌধুরী সম্প্রতি নিজ এলাকায় দলের অভ্যন্তরে হামলাসহ সহিংস কর্মকাণ্ডে জড়িত হয়েছেন। একাধিকবার সতর্ক করা সত্ত্বেও আপনি উসকানিমূলক ভূমিকা রেখে এলাকায় অরাজক রাজনীতি চালিয়ে গেছেন। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হওয়ায় গঠনতান্ত্রিক বিধান অনুসারে প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে আপনাকে (গিয়াস কাদের) নির্দেশক্রমে স্থগিত করা হলো।

চিঠিটি দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আজম খান, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব ও ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের কাছে অনুলিপি আকারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, আজ মঙ্গলবার বিকেলে রাউজানে বিএনপির চট্টগ্রাম উত্তর জেলা আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার ও গিয়াস কাদের চৌধুরীর অনুসারীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গোলাম আকবর খোন্দকারসহ ৩০ জনের বেশি নেতাকর্মী আহত হন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top