রাউজানে ‘র‍্যাব ক্যাম্প’ স্থাপনের দাবিতে উপদেষ্টার কাছে চিঠি

নিজস্ব প্রতিবেদক : গুম, খুন, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়ে চট্টগ্রামের রাউজান উপজেলায় র‍্যাব ক্যাম্প স্থাপনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দীন কাদের চৌধুরী।

মঙ্গলবার (২২ এপ্রিল) দলীয় প্যাডে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বরাবর এই চিঠি পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করেন, রাউজান এলাকার জনসাধারণ বিগত ১৭ বছর ধরে ফ্যাসিস্টদের অত্যাচারে এক নারকীয় পরিস্থিতির মধ্যে দিনাতিপাত করেছে। সাবেক এমপি ফজলে করিমের নেতৃত্বে এই এলাকার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছিল। তবে জুলাই-২০২৪ বিপ্লব পরবর্তী সময়ে রাউজানে কিছুটা স্থিতিশীলতা ফিরে এসেছিল। কিন্তু সম্প্রতি দক্ষিণ রাউজান এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। গুম, খুন, অস্ত্রের মহড়া, লুটপাট, চাঁদাবাজি ও গোলাগুলির ঘটনায় এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে। বিশেষ করে আওয়ামী লীগ নেতাদের সাথে জড়িত হত্যাকাণ্ডগুলো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

চিঠিতে সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দীন কাদের চৌধুরী আরও বলেন, দক্ষিণ রাউজান এখন ‘কিলিং জোন’ এবং টক অব দ্য টাউন’-এ পরিণত হয়েছে। দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপ হবে।

চিঠিতে চারটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো-

১. দক্ষিণ রাউজান এলাকায় একটি র‍্যাব বা বিশেষায়িত ইউনিট স্থাপন করা।

২. নিয়মিত সেনাবাহিনী/র‍্যাব/পুলিশি টহল জোরদার করা।

৩. সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা।

৪. ফ্যাসিস্ট সরকারের আত্মগোপনকারী সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক অবৈধ অস্ত্র উদ্ধার করার ব্যবস্থা করা।

চাটগাঁ নিউজ/এইচএস/এসএ

Scroll to Top