রাউজানে যৌথ বাহিনীর হাতে ‘আলোচিত সন্ত্রাসী’ জানে আলম গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানের আলোচিত সন্ত্রাসী ফজল হকের ছোট ভাই জানে আলম যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। সোমবার (২ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার চেরাগী পাহাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানে আলম উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গুহপাড়া হাকিম চৌকিদার বাড়ির আবদুল ছালামের পুত্র বলে জানা গেছে। এছাড়া তিনি উত্তর জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক।

রাউজান থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জানে আলমের নামে রাউজান থানায় তিনটি মামলা তদন্তাধীন রয়েছে। আরও কয়েকটি পুরোনো মামলা খোঁজ পেয়েছি। যৌথ বাহিনীর কাছ থেকে সন্ত্রাসী জানে আলমকে বুঝে নিতে পুলিশ চট্টগ্রাম নগরে গেছে।

এদিকে র‌্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানা যায়, রাউজান নোয়াপাড়ার বাসিন্দা জামাল উদ্দিন নামের এক ব্যবসায়ীর দায়ের করা মামলায় নোয়াপাড়ার ত্রাস হিসেবে পরিচিত জানে আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, জানে আলম দুর্দান্ত জুলুমবাজ, কলহপ্রিয়, হাঙ্গামাকারী, উশৃংখল, আইন অমান্যকারী প্রকৃতির লোক হয়। দীর্ঘদিন যাবত এলাকায় বিভিন্ন সন্ত্রাসী মূলক কর্মকান্ড, চাঁদাবাজিসহ অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিল।

গত ১০ অক্টোবর জানে আলম ভিকটিম জামাল উদ্দীনের বসত বাড়িতে অনধিকার প্রবেশ করে ভিকটিমকে বিভিন্ন প্রকার হুমকি ও অস্ত্রের ভয়ভীতি প্রদর্শন করে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে জানে আলম ভিকটিমকে কিল ঘুষি ও শরীরের বিভিন্ন অংশে জখম করে। ভিকটিমের শোরচিৎকার শুনে তার ভাই মোঃ আজিম উদ্দীন এগিয়ে আসলে সন্ত্রাসী জানে আলম মোঃ আজিম উদ্দীনকে হত্যার উদ্দেশ্যে তার হাতে থাকা লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করে পালিয়ে যায়।

উক্ত ঘটনায় ভিকটিম মোহাম্মদ কামাল উদ্দীন বাদী হয়ে চট্টগ্রাম জেলার রাউজান থানায় জানে আলমকে প্রধান অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ০৭, তারিখ- ১১ অক্টোবর ২০২৪ খ্রিঃ, ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩০৭/৩৮৫/৫০৬/৩৪ দ্য পেনাল কোড, ১৮৬০।

জানা গেছে, বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে দক্ষিণ রাউজানের নোয়াপাড়া এলাকায় শীর্ষ সন্ত্রাসীদের অবাধ বিচরণ চলছে। দফায় দফায় হামলা, গোলাগুলি, মানুষকে মারধর এমনকি অনেকের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় অনেকের মধ্যে সন্ত্রাসী জানে আলমের নামও আলোচনায় এসেছে। সিসিটিভি ফুটেজ স্থানীয়দের ভাষ্য অনুযায়ী তার সরাসরি সম্পৃক্ত থাকার বিষয়টিও সামনে এসেছে।

রাউজান থানার ওসি একেএম শফিকুল আলম চৌধুরী বলেন, জানে আলম আটক হয়েছে, তার বিরুদ্ধে বেশকিছু মামলার সন্ধান পাওয়া গেছে। আরো কিছু মামলা থাকতে পারে। তা খতিয়ে দেখছি।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top