রাউজানে যুবদল কর্মীকে কুপিয়ে জখম

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের রাউজানে নাছির উদ্দিন (৪৫) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বতর্মানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

শনিবার (৩০ নভেম্বর) রাতে এই হামলার শিকার হন তিনি।

নাছির উদ্দিন রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শমসের পাড়া গ্রামের নুর বক্স ড্রাইভারের বাড়ির মৃত দুদু মিয়ার ছেলে। তিনি যুবদলের কর্মী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে অস্ত্রধারী সন্ত্রাসীরা এলোপাথারি কুপিয়ে মৃত ভেবে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন ও তাঁর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

আহত নাছির উদ্দিনের স্ত্রী বেদুরা বেগম বলেন, শনিবার রাত ৯টায় আমার স্বামী বাজার করে সিএনজি অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় ওৎ পেতে থাকা মুখোশধারী সন্ত্রাসীরা আমার স্বামীকে এলোপাথাড়ি কুপিয়ে মাথায় মারাত্মক জখম করে মৃত ভেবে পালিয়ে যায়। পরে আমার স্বামীর জ্ঞান ফিরলে চিৎকার করেন। আমি গিয়ে দেখি উনি রক্তাক্ত। শুধু বলেছেন মুখোশপড়া অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে কুপিয়েছে। এরপর তিনি আবার অজ্ঞান হয়ে যান। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছি।

আহত নাছির কদলপুর ইউনিয়ন যুবদলের সদস্য বলে নিশ্চিত করে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল বলেন, আওয়ামী লীগের অস্ত্রধারী এই ঘটনা ঘটিয়েছে বলে আমরা ধারণা করছি।

রাউজান থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর বলেন, ঘটনা শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top