রাউজানে মন্দিরে দুর্ধর্ষ চুরি, দানবাক্স ভেঙে স্বর্ণের হার ও অর্থ লুট

রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে একটি মন্দির থেকে দানবাক্স ভেঙে টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ উঠেছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার উত্তর গুজরা এলাকার শ্রী শ্রী অন্নদা ঠাকুর আদ্যাপিঠ রামকৃষ্ণ সংঘ আশ্রমে এ ঘটনা ঘটেছে।

এই ঘটনায় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মন্দিরের পূজারী তপন চক্রবর্তী (৬৩) বাদী হয়ে রাউজান থানায় একটি অভিযোগ দায়ের করেন।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাত আনুমানিক ৩ টার সময় চোরের দল আদ্যা মায়ের আশ্রমের মন্দিরের জানালার রড বাকা করে মন্দিরের দানবক্স ভাংচুর করে নগদ টাকা-পয়সা, আদ্যা মায়ের প্রতিমার গলায় থাকা ২ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা।

এ ঘটনায় মন্দিরের পূজারী তপন চক্রবর্ত্তী রাউজান থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, অজ্ঞাত চোরেরা ভবিষ্যতে মন্দিরে আরও বড় ধরনের ক্ষতি করতে পারে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুইয়া বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/জয়নাল/এমকেএন

Scroll to Top