রাউজানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভায় হামলা 

ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভায় হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় করা এক মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম আবদুল্লাহ আল হামিম (২৩)। পুলিশের দাবি, হামিম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, কিছু যুবক সমন্বয়ক সেজে সভায় ঢুকে পড়তে চেয়েছিল। পরে কিছু যুবক ভিতরে ঢুকে হট্টগোল, হাতাহাতি ও হামলা চালায়। এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন মো. বেলাল নামের একজন।

এতে মোট ২০ জন আসামি করা হয়। ওই মামলায় আবদুল্লাহ আল হামিম নামের একজনকে সোমবার রাতে গ্রেপ্তার করে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার (২০ জানুয়ারি) বিকেলে রাউজানের উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় খান তালাত মাহমুদ রাফি ও তার সহযোগীদের ওপর হামলা হয় বলে অভিযোগ উঠেছিল।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top