রাউজানে প্রবাসী হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে প্রবাসী আব্দুল্লাহ প্রকাশ মানিক হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ বাদশা মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব-০৭।

মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে সীতাকুণ্ড থানাধীন ফৌজদারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২১ মে) দুপুরে র‍্যাব-০৭ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। গ্রেপ্তার মোঃ বাদশা মিয়া (৪৫) রাউজান গরীব উল্যাহ পাড়া এলাকার মৃত কবির আহম্মদের ছেলে।

এর আগে ১৯ এপ্রিল রাউজান থানাধীন গরিব উল্ল্যাহ পাড়া ভান্ডারী কলোনির ভাড়া বাসায় দুবাই প্রবাসী আব্দুল্লাহ প্রকাশ মানিককে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- ২২। ওই মামলায় এজাহারভুক্ত আসামি বাদশা মিয়া।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top