রাউজানে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিতে গিয়ে ধরা যুবক 

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে অস্ত্র নিয়ে মহড়া দিতে গিয়ে জনতার হাতে ধরা পড়লো এক যুবক। পরে তাকে অস্ত্রসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ শনিবার (৬ নভেম্বর) বিকালে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। অস্ত্রধারী ওই যুবকের নাম নুর মিয়া (৩৫)। সে ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দুর্লব তালুকদার বাড়ির তোফায়েল আহমেদের ছেলে।

স্থানীয়রা জানান, ৪-৫ জন সন্ত্রাসী অস্ত্র নিয়ে মহড়া দিলে স্থানীয় জনতা ঘিরে তাদের ধাওয়া করে। এ সময় সন্ত্রাসীরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে। ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় শফি চেয়ারম্যান বাড়ি এলাকায় নুর মিয়াকে অস্ত্রসহ আটক করে থানায় সোপর্দ করা হয়।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে নুর মিয়া স্বীকার করে বলেন, তিনি আর এসব করবেন না। তার সাথে সোলাইমান, নাছির, কাজল, হাসান ছিল।

স্থানীয় বাসিন্দা ফারুক বলেন, প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার সময় স্থানীয়রা ঘিরে ফেললে ৩-৪ জন পালিয়ে গেলেও নুর মিয়া ধরা পড়ে। এরপর তাকে রাউজান থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, নুর মিয়াকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অস্ত্রটি দেশীয় তৈরি এলজি নিশ্চিত করে অস্ত্রটি তার (নুর মিয়া) কাছে পাওয়া গেছে কিনা তা সন্দেহ আছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top