পড়া হয়েছে: ৩২
রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে পুকুরে ডুবে তাসরিফ চৌধুরী নামের ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের শেখপাড়া গ্রামের হাজী দুদু মিয়া চৌধুরীর বাড়িতে এই ঘটনাটি ঘটে। নিহত শিশু এই বাড়ির ওমান প্রবাসী তসলিম উদ্দিন চৌধুরী ছেলে।
স্থানীয় ইউপি সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পেছনে লাগোয়া একটি পুকুরে শিশুটি পড়ে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর হতে ছেলেটিকে উদ্ধার করে পথেরহাটস্থ একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানখার কর্তব্যরত চিকিৎসক শিশুটি মৃত বলে ঘোষণা করেন।