চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে নলকূপের গভীর গর্তে পড়ে মেজবাহ নামে চার বছরের এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। শিশুটিকে উদ্ধারে বর্তমানে ফায়ার সার্ভিসের অভিযান চলমান রয়েছে।
আজ বুধবার (২৮ জানুয়ারি) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের দক্ষিণ জয়নগর বড়ুয়াপাড়া গুচ্ছ গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গর্তে পড়ে যাওয়া শিশু মেজবাহ একই একালার দিনমজুর সাইফুল ইসলামের ছেলে। সে বিকেলে খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত ৩ বছরের পুরানো সরকারি প্রকল্পের টিউবওয়েল পাইপের জন্য তৈরি করা গর্তে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে স্বজন ও এলাকাবাসী দ্রুত উদ্ধার চেষ্টা চালালেও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
কান্নাজড়িত কন্ঠে শিশুটির মা রাশেদা বেগম বলেন, ঘরের পাশে ঢালু স্থানে সরকারি প্রকল্পের টিউবওয়েলের জন্য তিন বছর পূর্বে গর্তটি তৈরি করা হয়েছিল। সেখানে আমরা খড়কুটো ফেলে ভরাট করার চেষ্টা করেছি। আজ বিকালে আমি ঘরে ছিলাম। ছেলেটি পাশে খেলছিল। কখন যে পড়ে গেছে জানতে পারিনি। পরে কান্না শুনে গিয়ে দেখি আমার ছেলেটি গর্তের ভিতরে। আম্মু আম্মু বলে চিৎকার করছিল। অনেক চেষ্টা করেছি। আমার ছেলে হয়ত বেঁচে নেই।
উদ্বিগ্ন বাবা মো. সাইফুল ইসলাম বলেন, আমি কাজে ছিলাম। সংবাদ পেয়ে এসে দেখি আমার ছেলের গর্তের মধ্যে। কোন সাড়া পাচ্ছি না। আমার ছেলের কিছু হলে দায় কে নিবে? ৫টার পর রাউজান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
উদ্ধার কার্যক্রমের নেতৃত্ব দেওয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইন্সপেক্টর শামসুল আলম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছি। নলকূপটির গঠন ও গভীরতা বিবেচনায় নিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করা হচ্ছে। শিশুটিকে জীবিত উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।
রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম পলাশ বলেন, সাড়ে ৪টার দিকে ৯৯৯-এ সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিই। উদ্ধার কাজ চলমান রয়েছে। আমরা ঘটনাস্থলে আছি।
চাটগাঁ নিউজ/জেএইচ





